শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ উচ্চমাধ্যমিকে ১০০ শতাংশ পড়ুয়া পাস করেছে। কিন্তু এখনও কলেজে ভর্তি হতে পারছে না বহু পড়ুয়া। মূলত আসন কম থাকাতেই কলেজগুলিতে ভর্তি নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। শিলিগুড়ি কলেজেও আসন সংখ্যা বাড়ানোর দাবিতে সরব হল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার কলেজে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অধ্যক্ষের কাছে আসন বাড়ানোর দাবি করেন সংগঠনের সদস্যরা।
এদিন তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিজিৎ ব্যানার্জি বলেন, বহু ছাত্র ছাত্রী এখনও ভর্তি হতে পারেনি কলেজে। তাঁরা ভর্তি না হতে পারলে তাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে যাবে। অন্যান্য বিভিন্ন কলেজে সিট বাড়ানো হয়েছে। ফলে শিলিগুড়ি কলেজেও যাতে সিট বাড়ানো হয় সেই দাবি করেছি।
এদিন কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার সময় কলেজে ৩১৫ টি সিট বাড়ানো হয়েছে।