শিলিগুড়ি, ২৩ জুনঃ কলেজ ফি মুকুবের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হল শিলিগুড়ির বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত ফি প্রতিরোধী ছাত্র কমিটি।এদিন অবিলম্বে ফি মুকুবের দাবি জানান তারা।
এই বিষয়ে ছাত্র কমিটির সদস্য বিষ্ণু পাল জানান, করোনা মহামারিতে সরকারি বিধিনিষেধের জেরে আর্থিক সংকটে পড়েছেন বহু ছাত্রছাত্রী।এই পরিস্থিতিতে আপাতত কলেজ বন্ধ থাকলেও ফি আদায় করা থেকে পিছপা হচ্ছে না কলেজ কর্তৃপক্ষ।এদিকে কলেজ ফি দিতে ছাত্র ছাত্রীদের হিমসিম খেতে হচ্ছে।দ্রুত তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা।
অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ প্রণব ঘোষ বলেন, কলেজ ফি মুকুর করা সম্ভব নয়।এর ফলে কলেজগুলিও ক্ষতিগ্রস্থ হবে।এই বিষয়ে কলেজ গুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।তবে এই মূহুর্তে তা সম্ভব হচ্ছে না।