শিলিগুড়ি, ২৪ মার্চঃ শিলিগুড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।বন্ধ ঘর থেকে উদ্ধার হল পচাগলা দেহ।
জানা গিয়েছে, ওই ছাত্রের নাম বিশাল সরকার।হুগলির ব্যান্ডেলের বাসিন্দা ওই ছাত্র শিলিগুড়িতে পড়াশোনা করছিল।সেবক রোড সংলগ্ন একটি বেসরকারি কলেজে পড়াশোনা করছিল।কলেজ পাড়ায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো।
শুক্রবার বন্ধুদের সঙ্গে শেষবার কথা হয়েছিল বিশালের।এরপর থেকেই যোগাযোগ ছিল না।সোমবার সকালে ফ্ল্যাট থেকে পচা গন্ধ পান বাসিন্দারা।এরপরে শিলিগুড়ি থানার পুলিশ আসে।দরজা ভেঙে ছাত্রের দেহ উদ্ধার করা হয়।