শিলিগুড়ি, ১২ ডিসেম্বর: শিলিগুড়ির কলেজপাড়া এলাকায় অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর।শিলিগুড়ি পুরনিগম, স্বাস্থ্য দপ্তর ও ফায়ার ডিপার্টমেন্টের আধিকারিকেরাও এদিনের অভিযানে উপস্থিত ছিলেন।
এদিন কলেজের আশপাশের বেশকিছু দোকানে তামাকজাত দ্রব্য ও ধূমপান পণ্য বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। পাশাপাশি একাধিক খাবারের দোকানে নিয়ম না মেনে ব্যবসা চালানোর বিষয়টি চোখে পড়ে আধিকারিকদের। সেইসব দোকানে নোটিশ জারি করে নির্ধারিত সময়সীমার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগামীতে এমন অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।
