শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ভর্তি নিয়ে দুর্নীতি করছে তৃণমূল ছাত্র সংগঠন।মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, কলেজের ভর্তির জন্য অতিরিক্ত ২৫০ টাকা করে প্রত্যেক ছাত্র ছাত্রীর থেকে নেওয়া হচ্ছে ছাত্র সংগঠনের অর্থ বাবদ।যেহেতু দীর্ঘদিন ধরে কলেজে ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে সেক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করার প্রশ্নই ওঠে না।এক্ষেত্রেও দুর্নীতি করা হচ্ছে।
একই সঙ্গে রাজ্য সরকার ও রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধেও আওয়াজ তোলেন তিনি।পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের RTI এর ওয়েবসাইটে কোনো তথ্য দেওয়া নেই।যার ফলে সাধারণ মানুষ সহজে শিক্ষা সংক্রান্ত কোনো তথ্য পাচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি।