শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ বিভিন্ন দাবীতে এলাকার বাসিন্দাদের নিয়ে পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করলেন ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সত্যজিৎ অধিকারী।
জানা গিয়েছে, শহরের উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করলেও সেই অর্থ দিয়ে কোনরকম উন্নয়ন কাজ হচ্ছে না। ফলে নানান সমস্যায় জর্জরিত পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ড। অবিলম্বে রাজ্য সরকারের বরাদ্দ অর্থ খরচ করার দাবি জানান ওয়ার্ড কাউন্সিলর সত্যজিৎ অধিকারী। এদিন বিরোধী দলনেতা রঞ্জন সরকারের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করা হয়।
কাউন্সিলর সত্যজিৎ অধিকারী বলেন, বর্তমান সরকার শিলিগুড়ি উন্নয়ন স্বার্থে অর্থ বরাদ্দ করলেও উন্নয়ন হচ্ছে না।পানীয় জল থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, কর্মী নিয়োগ না হওয়ায় সঠিকভাবে কাজ হচ্ছে না।পাশাপাশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, থেকে শুরু করে পাট্টা থেকে গরীব মানুষেরা বঞ্চিত রয়েছে। অবিলম্বে পুর বোর্ডের মেয়াদ শেষ হবার আগে এই সমস্ত কাজ দ্রুত করার দাবি জানান তিনি।