খড়িবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি গঠন

খড়িবাড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ খড়িবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পার্টি কার্যালয়ে একটি বৈঠকের মাধ্যমে খড়িবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি পুণঃগঠন করা হল।


এদিনের বৈঠকে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিকাশ রঞ্জন সরকার, খড়িবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি কিশোরী মোহন সিংহ, রণদীপ মিশ্রা সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা সভাপতি বিকাশ রঞ্জন সরকার বলেন, সংগঠনকে আরও মজবুত করতে এবং আগামী নির্বাচনের কথা মাথায় রেখে এই কমিটির গঠন করা হল।পাশাপাশি ব্লকের সমস্ত বুথে ৪০জন যুবকে নিয়ে কমিটি গঠনের কথা বলা হয়েছে।আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত বুথে কমিটি গঠন করা হবে।


তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি কিশোরী মোহন সিংহ বলেন, এদিন বৈঠকের মাধ্যমে ৩৩ জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।এই কমিটিতে রণদীপ মিশ্রাকে সহকারী সম্পাদক হিসেবে নির্বাচন করা হয় এছাড়া ৫ জনকে কার্যকারী সভাপতি, ৫ জনকে কনভেনর তথা এক্সিকিউটিভ মেম্বার নির্বাচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *