ফুলবাড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ডাবগ্রাম-ফুলবাড়ির চারটি অঞ্চলে তৈরি করা হচ্ছে কমিনিউটি টয়লেট।সেই কাজ পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায়।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় কমিনিউটি টয়লেট করার।অবশেষে এলাকাবাসীর দাবী পূরণ করতে চলেছে জলপাইগুড়ি জেলা পরিষদ।ডাবগ্রাম-ফুলবাড়ি চারটি অঞ্চলে মোট ২৩ টি কমিনিউটি টয়লেট তৈরি করা হচ্ছে।
রবিবার ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের কামরাঙাগুড়িতে সেই কমিনিউটি টয়লেটের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলা পরিষদের মনীষা রায়।