রাজগঞ্জ, ৭ অক্টোম্বরঃ কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ।তারই অঙ্গ হিসাবে শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারের উদ্যোগে সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হল।
জানা গিয়েছে, রাজগঞ্জের গধেয়াগছ এলাকার গাড়াধুরায় রয়েছে আদিবাসী মহল্লা।তারা মূলত চা বাগানের শ্রমিক ও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন।আজ পুলিশের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই আদিবাসী মহল্লার ৫০ জন স্কুল পড়ুয়াদের স্কুলব্যাগ ও খাতা-কলম তুলে দেওয়া হয়।এছাড়া ৫০ জন দুঃস্থ মহিলাকে দেওয়া হয় নতুন শাড়ি।পাশাপাশি যুবকদের খেলায় উৎসাহ দিতে দুটি ফুটবল দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, এডিসিপি সুভেন্দ্র কুমার, ডিসিপি জয় টুডু, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা সহ আমবাড়ি ও এনজেপি থানার ওসি এবং গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।