শিলিগুড়ি, ২৪ এপ্রিলঃ কমিউনিটি কিচেন তৈরি করে ২০ এপ্রিল থেকে মানুষের সেবা করছে যুবভারতী ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন এলাকার প্রায় ৭০০ মানুষের মুখে রান্না করা খাবার তুলে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি বেশকিছু চা বাগানের মানুষদেরও এই পরিসেবা প্রদান করছেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেয়র অশোক ভট্টাচার্য।
শুক্রবার এই কমিউনিটি কিচেন পরিদর্শনে যান মেয়র অশোক ভট্টাচার্য।সমস্ত বিষয় দেখে আগামীতে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন মেয়র।
অন্যদিকে, এদিন মেয়র ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকার চেক তুলে দেন এনজেপি গেট বাজারের যুবভারতী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা।