জলপাইগুড়ি,২৬ মেঃ লকডাউনে অসহায় মানুষদের হাতে ২৬ দিন ধরে খাবার তুলে দিচ্ছেন জলপাইগুড়ি তৃণমূল ছাত্র যুব পরিবার।বিশেষ করে হাসপাতালে শতাধিক রোগীর পরিজনদের হাতে খাবার তুলে দিচ্ছেন তারা।
মঙ্গলবার জলপাইগুড়ি বেগুনটারি মোড়ে তৃণমূল ছাত্র যুবদের তৈরি করা ওই কমিনিউটি কিচেন পরিদর্শন করলেন করোনা মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায়, সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক সহ অন্যান্য চিকিৎসকেরা।
উদ্যোক্তাদের দাবি, লকডাউনে ২৬ দিন ধরে প্রতিদিন প্রায় পাঁচশো জনের হাতে খাবার তুলে দিচ্ছেন তারা।সামাজিক দুরত্ব বজায় রেখে এই কাজ করে আসছেন তারা।
এই বিষয়ে সুশান্ত রায় বলেন, লকডাউন থাকায় সব দোকান বন্ধ।আমাদের হাসপাতালের রোগীর পরিজনদের খাবারের সমস্যা হয়েছিল।সেই সমস্যা সমাধান করছেন এরা।খুব ভাল কাজ।