শিলিগুড়ি, ২৪ জুনঃ আটা, ময়দা প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে প্রতারণার ঘটনায় দুজনকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের নাম সাগর চৌধুরী এবং কৈলাস তপরিয়া।দুজনই বাগডোগরার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগর চৌধুরী নামে এক ব্যক্তি মাটিগাড়া থানার অন্তর্গত আটা, ময়দা প্রস্তুতকারী এক কোম্পানির সেলসম্যান নিতেস সাহানীকে ফোন করে ২৫ ব্যাগ আটা ও ময়দার অর্ডার দেন।এরপর কোম্পানির তরফে গত ১৫ জুন অর্ডার করা জিনিস সাগর চৌধুরীর ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।
তবে অভিযোগ, জিনিস পেয়ে যাওয়ার পরও সাগর চৌধুরী কোম্পানিকে কোন টাকা দেননি।এরপর সেই ২৫ ব্যাগ আটা ও ময়দা বাগডোগরায় অন্য এক ব্যবসায়ীকে বিক্রি করে দেয় সাগর চৌধুরী।বার বার কোম্পানির তরফে যোগাযোগ করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।এরপরই কোম্পানির সেলস ম্যান নিতেস সাহানী গতকাল মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পেয়েই তদন্তে নেমে পুলিশ প্রথমে মালবাহী গাড়ির চালক বিকাশ মহন্তকে জিজ্ঞাসাবাদ করে।বিকাশের বয়ান অনুযায়ী পুলিশ সাগর চৌধুরীর খোঁজ পায়।সাগর চৌধুরীকে আটক করার পর কৈলাশ তপরিয়ার নাম সামনে আসে।তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২৫ ব্যাগ আটা ও ময়দা।
এরপরই সাগর চৌধুরী এবং কৈলাস তপরিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।