শিলিগুড়ি, ১৩ মেঃ পানীয় জলের কোম্পানির সঙ্গে ৩০-৪০ লক্ষ টাকা প্রতারণা।কোম্পানির ইনচার্জকে গ্রেফতার করলো পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম গৌরভ দত্ত।
জানা গিয়েছে, গৌরভ দত্ত একটি পানীয় জলের কোম্পানিতে কর্মরত ছিলেন।এই কোম্পানি মূলত রেল ও বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের পানীয় জলের পরিষেবা প্রদান করে।গৌরভ দত্তের কাজ দেখে কিছুদিন আগেই তাকে কোম্পানির ইনচার্জের দ্বায়িত্ব দেওয়া হয়।বিভিন্ন রাজ্যে পানীয় জল পরিষেবা দেওয়ার দ্বায়িত্ব দেওয়া হয় তাকে।বেশকয়েকটি রাজ্যে লাগানো পানীয় জলের মেশিনের হিসেব রাখতো সে।এর মধ্যেই কোম্পানির প্রায় ৩০-৪০ লক্ষ টাকা আত্মসাৎ করে গৌরভ দত্ত।
ঘটনার পর আলিপুরদুয়ার থেকে ট্রান্সফার নিয়ে শিলিগুড়িতে চলে আসে সে।তবে কোম্পানির অডিটে বিষয়টি ধরা পড়ে।রবিবার কোম্পানির তরফে পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গতকালই গৌরভ দত্তকে গ্রেফতার করে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।