শিলিগুড়ি, ২৮ আগস্টঃ ঢেলে সাজানোর উদ্যোগ শিলিগুড়ি বয়েজ হাইস্কুলকে।ছাত্রদের ভবিষ্যৎয়ের কথা ভেবে নানা উদ্যোগ স্কুলের পরিচালন সমিতির।
ছাত্রদের জন্য স্কুলে চালু হচ্ছে জয়েন্ট এনট্রান্স, আইআইটি, নিট ও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির কোচিং ক্লাস।একাদশ শ্রেণী থেকে ছাত্রদের এই ক্লাস করানো হবে।বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের যে ছাত্ররা ইচ্ছুক তাদের এই ক্লাস করাবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
শুক্রবার স্কুলে সাংবাদিক বৈঠক করে একথা জানান পরিচালন সমিতির সভাপতি গৌতম দেব৷ অনেক ক্ষেত্রেই দেখা যায় ছাত্ররা কলেজে যাওয়ার পর বিভিন্ন বেসরকারি সংস্থায় এই পরীক্ষাগুলির জন্য কোচিং ক্লাস নিয়ে থাকে।
যদিও তা অনেক দেরীতেই।সেকারণে যাতে স্কুল থেকেই ছাত্ররা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে তাই এই কোচিং ক্লাসের সূচনা করা হচ্ছে।আপাতত অনলাইনেই ছাত্রদের ক্লাস হবে।আগামীতে স্কুল খুললে সপ্তাহে একদিন করে ক্লাস হবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি এদিন মন্ত্রী গৌতম দেব বলেন, স্কুলে কঠোর নিয়মানুবর্তীতা থাকবে।ছাত্রদের স্কুলে রোজ আসতে হবে।এই স্কুলকে মডেল স্কুল করা হবে। ছোটদের অ্যাবাকাস, মেন্টাল ম্যাথামেটিক্স শেখানো হবে স্কুলে।