রাজগঞ্জ ১ মেঃ বনদপ্তরের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শিবির শুরু হলো বেলাকোবায়। রবিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর হাটে প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বনদপ্তরের উদ্যোগে বেলাকোবা রেঞ্জ ও আমবাড়ি রেঞ্জের সযোগিতায় বিনামূল্যে তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ শিবির শুর হলো। জানা গিয়েছে প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে এই শিবিরে। বনদপ্তরের এই উদ্যোগকে ধন্যবাদ জানান তিনি।
এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত, আমবাড়ির রেঞ্জার সন্দীপ সরকার সহ অন্যান্যরা।
