শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে কংগ্রেস বাদে অন্যান্য দলগুলিকেও সমর্থন বাম শিবিরের  

শিলিগুড়ি, ৭ জুনঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে কাটলো না বাম ও কংগ্রেসের আসন সমঝোতার জট।কংগ্রেস বাদে এবারে গোর্খা জনমুক্তি মোর্চা ও আদিবাসী বিকাশ পরিষদের প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বাম শিবির।পাশাপাশি মহকুমা পরিষদ নির্বাচনের প্রচারে কেন্দ্রীয় নেতৃত্বদের আনতে চলেছে বামফ্রন্ট।


মঙ্গলবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বাম আহ্বায়ক জীবেশ সরকার।এদিন তিনি বলেন, মহকুমার নয়টি আসনের মধ্যে একটি আসনে কংগ্রেসকে সমর্থন করে ৮টি আসনে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট, পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনের মধ্যে ৫৫ টিতে প্রার্থী দেওয়া হয়েছে।বাকি তিনটি আসনে কংগ্রেস এবং আটটি আসনে নির্দলকে সমর্থন করবে বামেরা।এদিকে গ্রাম পঞ্চায়েতের ৪৬২ টি আসনের মধ্যে ৪০১ টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা।এর মধ্যে ৬৫টি আসনে কংগ্রেসকে সমর্থন করা হয়েছে।এছাড়া ৩০টি আসনে গোর্খা জনমুক্তি মোর্চা ও আদিবাসী বিকাশ পরিষদ, সিপিআইএমএল এর বিভিন্ন গোষ্ঠী ও নির্দলকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাশাপাশি নির্বচনী প্রচারে মহম্মদ সেলিম,সুজন চক্রবর্তী,রবীন দেব,মিনাক্ষী মুখার্জি,আনারুল হক,অনন্ত রায়,দেবলিনা হেমব্রোম,বিকাশ ঝা এর মত কেন্দ্রীয় নেতৃত্বরা আসবেন বলে জানান বাম আহ্বায়ক জীবেশ সরকার।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin