রায়গঞ্জ, ২০ জুলাইঃ এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিন বিষ্ণুপুর গ্রামে।মৃতের নাম দেবেশ বর্মন(৫০)।তিনি গৌরী গ্রাম পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবেশ বর্মন প্রতিদিনের মত সোমবার সন্ধ্যাতেও চা খেতে বাড়ি থেকে বের হন।অনেক রাত হয়ে গেলেও দেবেশ বাবু বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তার খোঁজ শুরু করে।এরপর মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে দেবেশ বর্মনের ঝুলন্ত দেহ দেখতে পান।
খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।আত্মহত্যা নাকি খুনের ঘটনা তার কিনারা করতে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।