শিলিগুড়ি, ২৫ মার্চঃ অবিলম্বে রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হোক, এই দাবিতে বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা কংগ্রেস।
শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক জীবন মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ কর্মসুচি গ্রহন করা হয়।এদিন হাসমি চকে কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের মূল রাস্তা পরিক্রমা করে।পরবর্তীতে হাসমি চকে এসে বিক্ষোভ ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জীবন মজুমদার জানান, দেশের গণতন্ত্র বিপন্ন, বিরোধী সাংসদদের পদ খারিজ করছে দেশের শাসকদল বিজেপি।অবিলম্বে রাহুল গান্ধীর সাংসদ পথ ফিরিয়ে না দেওয়া হলে আগামীতে লাগাতার বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে।