শিলিগুড়ি,১৯ জুনঃ শহরের কোন এলাকা কন্টেনমেন্ট জোন, কোন এলাকা হটস্পট, কোথায় বাড়ছে করোনা সংক্রমন তা এখন দেখে নেওয়া যাবে একটি অ্যাপের মাধ্যমেই। গুগল ম্যাপ ব্যাবহার করেই মাই ম্যাপের সাহায্যে এই ম্যাপ তৈরি করে ফেললেন শিলিগুড়ি পুরনিগমের ইঞ্জিনিয়ার ব্রিজিত আইচ। করোনা মোকাবিলায় তিনি কাজ করে চলেছেন প্রথম থেকেই তবে কন্টেনমেন্ট জোনের নির্দিষ্ট কোনো ম্যাপ না থাকায় মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হচ্ছিল তাকে। তাই নিজের উদ্যোগেই বানিয়ে ফেললেন এই ম্যাপ। যার ফলে এক ক্লিকেই মানুষ জানতে পারবে কোন কোন এলাকায় বাড়ছে সংক্রমন, ম্যাপে ওই এলাকাগুলিকে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি কোনো এলাকা থেকে কন্টেনমেন্ট জোন উঠে গেলে সেটাও জানা যাবে এই ম্যাপে।
জানা গেছে, প্রায় তিনদিনের চেষ্টায় গুগল ম্যাপের মাই ম্যাপ থেকে এই ম্যাপ তৈরি করেছেন তিনি। এছাড়াও এই ম্যাপ নিয়ে সাধারণ মানুষের কোনোরকম সমস্যা থাকলেও সেখানেই কমেন্ট বক্সে তা জানানো যাবে। এই ম্যাপের ফলে সাধারণ মানুষ নিমেষেই পেয়ে যাবে কন্টেইনমেন্ট জোনের বিভিন্ন খবর।