শিলিগুড়ি,১২ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগমের চারটি ওয়ার্ড ১৫,১৭,২,২৯ এর বিভিন্ন জায়গা আবারও কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করা হল।যেই সমস্ত এলাকায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে সেই এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন ঘোষণা করে ৭ দিনের জন্য লকডাউন জারি করল প্রশাসন।পাশাপাশি এলাকাগুলিকে বাঁশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও শহরের বিভিন্ন জায়গা কনটেনমেন্ট জোন বলে ঘোষিত হয়েছিল। কনটেনমেন্ট জোনগুলিতে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত দোকান বাদে অন্যান্য সমস্ত দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে।এছাড়াও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই শুধুমাত্র কাজে বেরোতে পারবেন।কনটেনমেন্ট জোনগুলিতে ৭ দিন থাকবে পুলিশের কড়া পাহাড়া।