কোচবিহার, ২৯ সেপ্টেম্বরঃ দিনহাটা বিধানসভা উপ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই বুধবার কোচবিহার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক করা হল।
এদিন কোচবিহার জেলাশাসক দপ্তরের ল্যান্সডাউন হলে বৈঠক হয়।বৈঠকে কোচবিহার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ জেলার বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।এছাড়া তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বামপন্থী দলের নেতৃত্বরা বৈঠকে উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, বৈঠকে দিনহাটা বিধানসভা উপনির্বাচন নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সন্ত্রাসের বিষয়কে সামনে রাখা হয় এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানানো হয়।
এই বিষয়ে কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, নির্বাচন কমিশন যেভাবে ঠিক করবেন সেইভাবেই কাজ করা হবে।