কোচবিহার, ৪ এপ্রিলঃ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে কোচবিহার জেলায় করা হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ।সোমবার সেইসমস্ত কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
সোমবার কোচবিহার রবীন্দ্র ভবণের আধুনিকীকরণ, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, প্রশাসনিক ভবন, নিউ কোচবিহার ট্রাক স্ট্যান্ড ভবন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২টি বিল্ডিং ও কোচবিহার মহরাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাজ খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনের পর তিনি জানান, উন্নয়ন দপ্তরের অধীনে বেশকিছু কাজ থমকে রয়েছে।কাজগুলো করার ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা রয়েছে।তবে সেগুলো দ্রুত সম্পন্ন হয়ে যাবে।