কোচবিহার, ৭ এপ্রিলঃ কোচবিহারের শীতলকুচি ব্লকের হাসপাতালপাড়া এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী সহ এক মেয়েকে খুন।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।আহত আরেক মেয়ে বর্তমানে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনায় আটক ৩ জন।
জানা গিয়েছে, শুক্রবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যা নীলিমা বর্মনের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়।ধারালো অস্ত্র দিয়ে পঞ্চায়েত সদস্যা সহ ৪ জনকে আঘাত করে দুষ্কৃতিরা।চিৎকার শুনতে পেয়েই ছুটে আসেন প্রতিবেশীরা।এরপর গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় নীলিমা বর্মন এবং তার স্বামী বিমল বর্মনের।এরপর আশঙ্কাজনক অবস্থায় দুই মেয়েকে কোচবিহার এমজেএন মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।সেখানে রুনু বর্মন নামে দম্পতির এক মেয়েকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।আরেক মেয়ে ইতি বর্মন বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী এবং মাথাভাঙ্গা মহকুমার এডিশনাল এসপি অমিত ভার্মা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক অভিযুক্ত বিভূতিভূষণ বর্মনের সঙ্গে তার ছোট মেয়ের প্রেম সম্পর্ক ছিল।প্রাথমিক অনুমান এর জেরেই এই ঘটনা।
এদিকে ঘটনার পরই ৩ জনকে ধরে ফেলে স্থানীয়রা।বিভূতিভূষণ বর্মনকে উত্তমমধ্যম দেয় স্থানীয়রা।পুলিশ তাকে উদ্ধার করে এমজেএন মেডিক্যালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।