কোচবিহার, ২৭ জুলাইঃ শ্রাবণ মাসের শুক্লা অষ্টমীতে ময়নাকাঠের পুজোর মধ্য দিয়ে শুরু হল কোচবিহার রাজ আমলের ৫০০ বছরের বেশি পুরানো বড়দেবীর পুজো।
বড়দেবীর প্রতিমা তৈরিতে ময়নাকাঠের প্রয়োজন হয়। শ্রাবণ মাসের শুক্লা অষ্টমীতে কোচবিহারের গুঞ্জা বাড়িতে অবস্থিত ডাঙরাই মন্দিরে এই ময়নাকাঠের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এরপর ময়নাকাঠকে রাজ পরিবারের সদস্য কোচবিহার মদনমোহন মন্দিরে নিয়ে যান।
সেখানে একমাস পুজোর পর রাধা অষ্টমীর দিন ময়নাকাঠকে বড়দেবীর মন্দিরে নিয়ে যাওয়া হয়। বড়দেবীর মন্দিরে নিয়ে যাবার পর সেখানে মায়ের মহাস্নান সহ বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এরপর মাকে ট্রলিতে স্থাপন করা হয়। সেখানে তিনদিন হাওয়া খাওয়ানোর পর মায়ের মূর্তি বানানোর কাজ শুরু করবেন চিত্রকর।