কোচবিহার, ২৭ জানুয়ারিঃ কোচবিহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকা থেকে উদ্ধার হল একটি চিতাবাঘ। জানা গিয়েছে চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়া রেঞ্জ দপ্তরে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ প্রথম দেখতে পান স্থানীয়রা। এরপর এক ব্যাক্তির নজরে আসে চিতাবাঘটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা।
প্রায় কয়েকঘন্টার চেষ্টার পর ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা। প্রাথমিকভাবে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খাবারের সন্ধানেই লোকালয়ে চলে এসেছিল চিতাবাঘটি।