কোচবিহার, ৩০ ডিসেম্বরঃ কোচবিহারে হোটেল এবং খোলা মশলার দোকানে অভিযান চালালো জেলা প্রশাসন। বৃহস্পতিবার কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে বেশ কিছু মুদি দোকান ও খোলা মশলার দোকানে গিয়ে বিক্রেতাদের সচেতন করা হয়।
পাশাপশি বেশকিছু হোটেলে অভিযান চালিয়ে হোটেল এর বৈধ কাগজ রয়েছে কিনা এবং খাবারে ভেজাল ব্যাবহার করা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন মহকুমা শাসক শেখ রকিবুর রহমান। তিনি জানান এই অভিযান লাগাতার চলবে। আজ সচেতন করা হলো এরপরেও যদি দোকান মালিকেরা সচেতন না হয় তাহলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।