কোচবিহার, ৩১ জানুয়ারিঃ কর বৃদ্ধি করা নিয়ে কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো ফুটপাত ব্যবসায়ীরা।কোচবিহার ভবানীগঞ্জ বাজার ফুটপাত ব্যবসায়ী সমন্বয় কমিটির পক্ষ থেকে মঙ্গলবার একটি মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তারা।কর বৃদ্ধি নিয়ে জেলাশাসক স্মারকলিপিও প্রদান করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, ভবানীগঞ্জ বাজারে যে সমস্ত ফুটপাথ ব্যবসায়ীরা রয়েছেন ২০২২ সাল অবধি তাদের কাছ থেকে পাঁচ টাকা করে কর নেওয়া হতো।তবে নতুন বছরে বর্তমান পৌরসভার পক্ষ থেকে সেই কর বাড়িয়ে ৩০ টাকা করে দেওয়া হয়েছে।এই অবস্থায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা।এর আগেও জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করেছিলেন তারা।আজ ফের বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি প্রদান করেন তারা।
তাদের আরও অভিযোগ, সবজি ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে।কিন্তু ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ টাকা নেওয়া হচ্ছে কেন?এই সমস্যা সমাধান না হলে আন্দোলনে নামা হবে বলে জানান ব্যবসায়ীরা।