কোচবিহার, মেঃ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাকে সাসপেন্ড করলো উপাচার্য।এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ।
উল্লেখ্য, গত ২৪শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ তুলে শোকজ করেন উপাচার্য নিখিল চন্দ্র রায়।ওয়ার্কিং ডে এর সাতদিনের মধ্যে সেই শোকজের উত্তর দেওয়ার কথা বলা হয়েছিল তাকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শোকজের উত্তর আশানুরুপ না হওয়ায় আজ তাকে সাসপেন্ড করা হয়েছে।
যদিও এই বিষয় নিয়ে কেউ কোনোরকম প্রতিক্রিয়া দিতে নারাজ।