গন্ডারের তৃতীয় আবাসস্থল হতে চলেছে কোচবিহারের পাতলাখাওয়া বনাঞ্চল

কোচবিহার, ২৮ ডিসেম্বরঃ গন্ডারের তৃতীয় আবাসস্থল হতে চলেছে কোচবিহারের পাতলাখাওয়া বনাঞ্চল।এই ভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগী হয়েছে বনদপ্তর।বুধবার পাতলাখাওয়া বনাঞ্চল পরিদর্শন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ স্থানীয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা।আগামী এক বছরের মধ্যেই গন্ডার নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে বনদপ্তর।


কোচবিহার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত পাতলাখাওয়া বনাঞ্চল।সেখানেই রয়েছে রসমতি ঝিল।এর আগে বিনয় কৃষ্ণ বর্মন বনমন্ত্রী থাকাকালীন গন্ডারের খাবার জন্য তৃণভূমি, কটেজ নির্মাণ, ওয়াচ টাওয়ার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।প্রকল্পের কাজও শুরু হয়েছিল তবে মাঝপথেই আটকে যায়।দীর্ঘদিন পর বনদপ্তর ফের উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, এই বনাঞ্চল নিয়ে যা সমস্যা ছিল তা মিটে গিয়েছে।দ্রুত এই বনাঞ্চলের কাজ শুরু হবে।গন্ডারের বাসস্থল হওয়ার ফলে আশেপাশের এলাকার উন্নয়ন হবে, পর্যটনের সংখ্যা বাড়বে।শুধু গন্ডার নয়, লেপার্ড, হরিণ সহ অন্যান্য জীবজন্তু নিয়ে আসা হবে।এবারে কোনরকম অসুবিধা নয় স্থানীয় যারা জনপ্রতিনিধি, আধিকারিকরা রয়েছেন তারা বরাবর বিষয়টি খোঁজখবর নেবেন।কাজ শুরু হলেই,কাজটিকে দ্রুত সম্পূর্ণ করে এক বছরের মধ্যে গন্ডার নিয়ে আসা হবে।তার আগে পরিবেশ তৈরি করা হবে এখানে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom girişcasibom