কোচবিহার পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা সংগ্রহ করলেন বিজেপি বিধায়ক ও কর্মী সমর্থকেরা

কোচবিহার, ১২ আগস্টঃ কোচবিহারের প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা।


স্বাধীনতার অমৃত মহোৎসব বর্ষ উদযাপনে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের ডাক দিয়েছে কেন্দ্র সরকার।দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গতবছর এই অভিযান ব্যাপকভাবে সাড়া ফেলে।এবছরও এই অভিযানের আওতায় সর্বত্র শুরু হয়েছে ডাকঘর থেকে জাতীয় পতাকা বিক্রি।আজ কোচবিহার প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করলেন বিজেপি বিধায়ক সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা।

কোচবিহার জেলার প্রধান ডাকঘর সহ প্রত্যেকটি মহকুমা ডাকঘরে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত ২৫ টাকার বিনিময়ে জাতীয় পতাকা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।


এই বিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী আজ আমরা জাতীয় পতাকা সংগ্রহ করলাম।জাতীয় পতাকা সংগ্রহ করে ১৫ ই আগস্ট প্রত্যেককে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş