কোচবিহার, ৩ ডিসেম্বরঃ কোচবিহারের রাসমেলায় ফুটপাত ব্যবসায়ীদের দোকান করতে দিতে হবে এই দাবীতে মেলার মধ্যেই পথ অবরোধ-বিক্ষোভ ফুটপাত ব্যবসায়ীদের।
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রাস মেলায় ফুটপাতে ব্যবসা করেন।এর জন্য পৌরসভাকে ট্যাক্সও দেন।তবে গত বছর থেকে তাদের ফুটপাথে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না।অভিযোগ, গতকাল হঠাৎই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত থেকে তাদের দোকান তুলে দেওয়া হয়।এই কারণে এদিন বিক্ষোভে সামিল হন তারা।তাদের দাবী, মেলাতে ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হোক।
খবর পেয়ে এদিন ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে।তিনি ব্যবসায়ীদের কথা শোনেন।
বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, কোচবিহারের ঐতিহ্যবাহী এই রাসমেলায় দীর্ঘদিন ধরে ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করে।তবে হঠাৎ করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন? বিষয়টি নিয়ে পুরমন্ত্রীর পাশাপাশি পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধান করার জন্য বলা হবে।