ঘুরলো রাসচক্র, কোচবিহারে শুরু রাস উৎসব

কোচবিহার, ৮ নভেম্বরঃ শুরু হল উত্তরবঙ্গের সবথেকে বড় কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহনের রাস উৎসব।সোমবার রাতে মদনমোহন মন্দিরে ঐতিহ্যবাহী রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করেন কোচবিহারের জেলাশাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান।


এদিন প্রথমে মদনমোহন মন্দিরে বিশেষ পুজো করা হয়।রাজ আমলের প্রথা মেনে সারাদিন উপোস থেকে পুজোয় বসেন জেলাশাসক পবন কাদিয়ন।পুজোর পর রাস রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের উদ্বোধনের পর সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হয় মদনমোহন ঠাকুর বাড়ির গেট।গেট খুলতেই রাস চক্র ঘোরানোর জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।

মঙ্গলবার পৌরসভা পরিচালিত রাসমেলার উদ্বোধন করা হবে।গত দুবছর করোনার কারণে বেশকিছু বিধিনিষেধ থাকলেও এবছর সম্পূর্ণভাবে পুরানো ছন্দে মদনমোহনের রাস উৎসব।তাই এবছর প্রচুর মানুষের সমাগম হবে বলে আশাবাদী জেলা প্রশাসন।প্রতিবছর ১৫দিন ধরে মেলা চললেও এই বছর পৌরসভার পক্ষ থেকে মেলার সময়সীমা বাড়িয়ে ২০ দিন করা হয়েছে।


এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায়, জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş