কোচবিহার, ১৭ মেঃ জলকর প্রত্যাহার , মাত্রাতিরিক্ত কঞ্জারভেন্সি ফি প্রত্যাহার , ট্রেড লাইসেন্সের ফি কমানো সহ একাধিক দাবীতে কোচবিহার শহরে ২৪ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি।সেই অনুযায়ী শুক্রবার সকাল থেকে বন্ধ দোকানপাট।
জানা গিয়েছে, এদিন সকাল থেকেই কোনরকম দোকান খোলেনি কোচবিহার শহরে। শহরের ভবানীগঞ্জ, নতুন বাজারে সমস্ত দোকান বন্ধ রয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, কোচবিহার পৌরসভা ব্যবসায়ীদের মাত্রাতিরিক্ত কনজারভেন্সি ফি, ট্রেড লাইসেন্স ফি, জলকর ও নামজারীর ক্ষেত্রে দ্বিগুণ টাকা বাড়িয়ে দিয়েছে।এই সমস্ত কর কম করার দাবী জানান ব্যবসায়ীরা।তাদের দাবী না মানা হলে আগামীতে বড় আন্দোলনে যাবেন বলে জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কর স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।তার পরেও পৌরসভার চেয়ারম্যান তা করেননি।এরপর ব্যবসায়ীরা গত ২ মে স্মারকলিপি প্রদান করেন।পরবর্তীতে সমস্যার সমাধান না হওয়ায় বন্ধের ডাক দেয় ব্যবসায়ীরা।