কোচবিহার, ১৫ জানুয়ারিঃ নিউ কোচবিহার রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেল ও ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে তৈরি হচ্ছে স্পোর্টস হাব।
রবিবার দুপুরে ভার্চুয়ালি এই স্পোর্টস হাবের শিলান্যাস করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জন বার্লা, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ চৌবে সহ রেলের আধিকারিক সহ বিধায়করা।এছাড়াও উপস্থিত ছিলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ।এদিন ভূমি পুজোর মধ্য দিয়ে নিউ কোচবিহার রেলের জমিতে স্পোর্টস হাব তৈরির কাজ শুরু হল।
এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, এই প্রথম রেল ও ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে যৌথভাবে স্পোর্টস হাব তৈরি হচ্ছে। প্রথম পর্যায়ে ৭৫ কোটি টাকা ব্যয়ে স্পোর্টস হাবের কাজ শুরু করা হবে।আগামী ২০২৪ সালের মধ্যেই এই কাজ শেষ হবে বলে আশাবাদী তিনি।এখানে আন্তর্জাতিক মানের হকির অ্যাস্ট্রো টার্ফ যেমন তৈরি হবে তেমনি আর্চারি, টেবিল টেনিস, ইনজুরি ম্যানেজমেন্ট এর ব্যবস্থা থাকবে।পাশাপাশি প্রথম পর্যায়ে ১০০ বেডের আবাসিকদের থাকার ব্যবস্থা করা হবে।পরবর্তীতে পর্যায়ক্রমে সেটা আরও বাড়ানো হবে।এখানে দেশ-বিদেশের কোচেদের নিয়ে প্রশিক্ষন দেওয়া হবে।