কোচবিহার, ১৫ ফেব্রুয়ারিঃ পুরোহিত এনে, ঢাক বাজিয়ে রাস্তার মাঝে শ্রাদ্ধানুষ্ঠান।দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় এমনই অভিনব প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলো কোচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন সংগঠনের সদস্যরা।এদিন পূর্ত দপ্তরের শ্রাদ্ধানুষ্ঠান করে প্রতিবাদ জানানো হয়।
জানা গিয়েছে, কোচবিহার জেলার মাথাভাঙ্গা শীতলকুচিগামী ১৮ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।এই কারণে বুধবার মাথাভাঙ্গা শীতলকুচির ধরলা সেতুর মাঝখানে পূর্ত দপ্তরের শ্রাদ্ধানুষ্ঠান করে প্রতিবাদ জানানো হয়।পুরোহিত এনে, ঢাক বাজিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করেন তারা।পাশাপাশি নিমন্ত্রিতদের জন্য দই চিড়া খাবারের ব্যবস্থাও করা হয়।
সংগঠনের সদস্য জানান, দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে এই রাস্তাটি।মাথাভাঙ্গা থেকে শীতলকুচি যেতে প্রতিদিন সমস্যার মুখে পড়তে হয়।রাস্তার কাজের বেশ কয়েকবার টেন্ডার হওয়ার পরও রাস্তা হচ্ছে না।তাই আজকের এই প্রতিবাদ কর্মসূচি।