কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বোমাবাজির অভিযোগ, ৯টি তাজা বোমা উদ্ধার

কোচবিহার, ১৯ এপ্রিলঃ ভোট শুরু হতেই অশান্ত কোচবিহার।বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর।কোথাও বাঁধা দেওয়া হচ্ছে ভোটারদের।কোথাও আবার তৃণমূল ও বিজেপির ঝামেলা, পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ।


কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৪/৩৭ নম্বর বুথের ভোটেরহাট মধ্য ফলিমারী এলাকায় বোমাবাজির অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।

শুক্রবার সকালে ঘটনাস্থল উদ্ধার হয়েছে নয়টি তাজা বোমা।খবর পেয়েই পুলিশ পৌঁছে বোমাগুলি উদ্ধার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş