কোচবিহার, ২০ অক্টোম্বরঃ আজ মহাষষ্ঠী।উৎসবের আমেজে আপামর বাঙালি।রাজ ঐতিহ্য মেনে কোচবিহারে শুরু হল বড়দেবীর পুজো।
শুক্রবার সকালে থেকে রাজ ঐতিহ্য মেনে কোচবিহারের দেবী বাড়িতে ষষ্ঠীর বিশেষ পুজো অনুষ্ঠিত হয়।পুজোতে প্রচুর মানুষ আসেন।আজ থেকে প্রতিদিনই নিয়ম মেনেই বড়দেবীর পুজো অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।
এদিন রাজ পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, আজ মায়ের ষষ্ঠীর পুজো হচ্ছে।পুজোর পর পরমান্ন ভোগ নিবেদন ও পায়রা বলি হবে।প্রতিদিনিই বিশেষ রীতি অনুযায়ী পুজো অনুষ্ঠিত হবে দেবী বাড়িতে।