কোচবিহার, ২২ আগস্টঃ চাঁদের আরও অনেকটাই কাছে পৌঁছেছে চন্দ্রযান-৩। ইতিহাস সৃষ্টির পথে রয়েছে ভারত। সব ঠিক থাকলে বুধবারই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩। আর এই অবতরণ যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় তারই প্রার্থনায় কোচবিহারে জজ্ঞের আয়োজন করলো কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
কোচবিহারের মদনমোহন কলোনি এলাকায় এই যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় মঙ্গলবার সকাল থেকেই এলাকায় বিশেষ পূজোর মধ্য দিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয়।
এলাকাটিকে জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, আজ দিনভর এই যজ্ঞ চলবে বলে জানান সংস্থার সদস্যরা।