কোচবিহার, ১৮ মেঃ রাজার শহর কোচবিহারে নির্মীয়মান প্রবেশদ্বার নিয়ে বিতর্ক।কোচবিহারের হেরিটেজের সঙ্গে প্রবেশদ্বারের কোন মিল নেই এই অভিযোগ তুলে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কোচবিহার নাগরিক মঞ্চ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষণা মত কোচবিহার শহরকে হেরিটেজ শহর ঘোষণার লক্ষ্যে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।রাজার শহর কোচবিহারে ঢোকার মুখে কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় রাজ আমলের ঐতিহ্যর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবেশদ্বার তৈরি করা হচ্ছে।এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
অভিযোগ, কোচবিহারের ঐতিহ্যের সঙ্গে কোন মিল নেই নির্মীয়মান প্রবেশদ্বারের।এই কারণে বৃহস্পতিবার দুপুরে খাগড়াবাড়ি এলাকায় নির্মীয়মান গেটের সামনে বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা।অবিলম্বে কাজ বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান তারা।পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এই বিষয়ে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্ত বলেন, এখনও গেট নির্মানের অনেক কাজ বাকি আছে।এখনই বিতর্ক করা ঠিক হবে না।