কোচবিহার, ৪ অক্টোম্বরঃ সিকিমে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়।হড়পা বানে ফুপে ফেঁপে উঠেছে তিস্তা।কোচবিহারেও বেড়েছে তিস্তার জলস্তর।
কোচবিহার জেলার মেখলিগঞ্জের একটা অংশে বয়ে গিয়েছে তিস্তা নদী।সিকিমে বিপর্যয়ের ফলে উত্তরবঙ্গেও তিস্তায় বেড়েছে জল।যেকারনে যুদ্ধকালীন তৎপরতায় তিস্তা নদীর পার থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এলাকার বাসিন্দাদের।এই কাজে প্রশাসনের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে বিএসএফ।এই মুহূর্তে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্তে চলছে বাসিন্দাদের সরানোর কাজ।
বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ৪০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা যুদ্ধকালীন তৎপরতার উদ্ধার কাজ করে চলেছেন।ইতিমধ্যেই এলাকায় জারি করা হয়েছে কড়া সতর্কতা।প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সবধরণের ব্যবস্থা।