শিলিগুড়ি, ২ জুলাইঃ শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে কোচবিহারের নির্যাতিত মহিলার সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
জানা গিয়েছে, এদিন মহিলার সঙ্গে দেখা করে গোটা ঘটনা শোনেন রাজ্যপাল।উল্লেখ্য, কোচবিহারে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়।ঘটনার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে।এই ঘটনা সামনে আসার পরই রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।আজ নির্যাতিত মহিলার সঙ্গে দেখা করার পর রাজ্যের আইনব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল।
তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যে হিংসার ঘটনা বেড়ে গিয়েছে।রাজ্যে আইনব্যবস্থা ভেঙে পড়েছে।মুখ্যমন্ত্রীর এই বিষয়ে নজর দেওয়া দরকার।জনগণের অধিকার এবং তাদের সুরক্ষার জন্য নিজের দ্বায়িত্ব পালন করবেন বলে জানান রাজ্যপাল।
অন্যদিকে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর নির্যাতিত মহিলা জানান, আমি বিজেপি করি।তাই নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আমাকে বিবস্ত্র করে মারধর করেছে।রাজ্যের পুলিশের উপর কোন ভরসা নেই।রাজ্যপাল ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন।তার উপর বিশ্বাস রয়েছে বলে জানান তিনি।