কোচবিহার, ২ মার্চঃ গত ২৭শে ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে রাজ্যের ১০৮ পৌরসভায় নির্বাচন। বুধবার ফলাফল ঘোষণা হল সেই সমস্ত পৌরসভার। ফলাফলের নিরিখে অধিকাংশ পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। ১০৮টি পৌরসভার মধ্যে রয়েছে কোচবিহার পৌরসভা। কোচবিহার পৌরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডও পেল না বিজেপি এবং কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল, সিপিআইএম ২ এবং নির্দল ৩টি আসনে জয়ী হয়েছে।জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অর্থাৎ ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ।
২০টি ওয়ার্ডের মধ্যে কোন কোন ওয়ার্ডে কারা জয়ী হয়েছেন? দেখুন তালিকা
ওয়ার্ড ১: চন্দনা মহন্ত (তৃণমূল)
ওয়ার্ড ২: উজ্জল তার (নির্দল)
ওয়ার্ড ৩: মায়া সাহা (তৃণমূল)
ওয়ার্ড ৪: ভূষণ সিং (নির্দল)
ওয়ার্ড ৫: দিলীপ সাহা (তৃণমূল)
ওয়ার্ড ৬: শুভ্রাংশু সাহা (নির্দল)
ওয়ার্ড ৭: পম্পা ভট্টাচার্য (তৃণমূল)
ওয়ার্ড ৮: রবীন্দ্রনাথ ঘোষ (তৃণমূল)
ওয়ার্ড ৯: অনিমা আহমেদ (তৃণমূল)
ওয়ার্ড ১০: রেবা কুন্ডু (তৃণমূল)
ওয়ার্ড ১১: যুথিকা সরকার (তৃণমূল)
ওয়ার্ড ১২: কমলেশ গোস্বামী (তৃণমূল)
ওয়ার্ড ১৩: দীপক কুমার সরকার (সিপিআইএম)
ওয়ার্ড ১৪: মিনতি বরুয়া (তৃণমূল)
ওয়ার্ড ১৫: শম্পা রায় (তৃণমূল)
ওয়ার্ড ১৬: অভিজিৎ দে ভৌমিক (তৃণমূল)
ওয়ার্ড ১৭: সুভজিৎ কুন্ডু (তৃণমূল)
ওয়ার্ড ১৮: মধুচন্দা সেনগুপ্ত (সিপিআইএম)
ওয়ার্ড ১৯: অভিজিৎ মজুমদার (তৃণমূল)
ওয়ার্ড ২০: মুসতাক আহমেদ (তৃণমূল)