কোচবিহার, ১৭ নভেম্বরঃ বুধবার সকালে কোচবিহারের সাগরদিঘিতে ভেসে ওঠে বেশ কয়েকটি মৃত কচ্ছপ।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এই ঘটনায় ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা।
জানা গিয়েছে, এদিন সকালে সাগরদিঘি এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃত কচ্ছপগুলি নজরে আসে স্থানীয়দের।এরপর স্থানীয়রাই কচ্ছপগুলি উদ্ধার করে ঘটনার খবর দেন কোচবিহার কোতোয়ালি থানায়।
স্থানীয় সূত্রে খবর, সাগরদিঘীতে গত কয়েকদিন আগেই গোবর সার দেওয়া হয়েছিল।অভিযোগ, সেই গোবর সারে কোনরকম বিষক্রিয়া ব্যবহারের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে।কোচবিহারের ঐতিহ্য এই কচ্ছপ মোহন নামে পরিচিত।কচ্ছপগুলির মৃত্যুতে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট বিশ্বদীপ মুখোপাধ্যায়।