জলপাইগুড়ি,২৪ জুনঃ কলেজের পাঠ্যক্রমে আসতে চলেছে NCC ।আগামী শিক্ষাবর্ষ থেকে ঐচ্ছিক বিষয় হিসেবে NCC নিতে পারবে ছাত্রছাত্রীরা।এমনটাই জানালেন NCC ৬১ ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার অঞ্জন সেনগুপ্ত।
এদিন জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ায় অবস্থিত NCC অফিসে সাংবাদিক বৈঠক করে কমান্ডিং অফিসার জানান, বর্তমানে প্রচুর ছেলেমেয়ে NCC করতে আগ্রহী।NCC করলে চাকরির জন্য বাড়তি সুবিধা পাওয়া যায়।যে কারণে ছাত্রছাত্রীদেরও NCC এর প্রতি ঝোঁক বাড়ছে।
Ami 3rd year a pori now neya jabe na?