শিলিগুড়ি, ১৯ মেঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগজনক পরিস্থিতি গোটা দেশে।এদিকে রাজ্যে চলছে কার্যত লকডাউন।প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম।
জানা গিয়েছে, বুধবার প্রায় ৩০০টি পরিবারকে শিলিগুড়ি পুরনিগমের তরফে একমাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।এদিন প্রশাসক গৌতম দেব সহ প্রশাসক মন্ডলীর সদস্যদের উপস্থিতিতে ৫ টি বরো আধিকারিকের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এই বিষয়ে গৌতম দেব জানান,আজ থেকে খাদ্যসামগ্রী দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুরনিগম।আগামীতে প্রত্যক আক্রান্তের বাড়িতে বরো ভিত্তিক খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হবে।