ফালাকাটায় করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রশাসনের   

আলিপুরদুয়ার, ৭ জুনঃ ডব্লিউবিসিএডিসি ও রাজ্য গ্রাম উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে সোমবার থেকে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশোটি করোনা আক্রান্ত পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছোনোর কাজ শুরু করা হল।


ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানোর কাজ শুরু করা হয়েছে।চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে সবজি,ফল ও প্যাকেটজাত খাবার দেওয়া হচ্ছে।

করোনা আক্রান্ত হওয়ায় পরিবারের সদস্যরা বাইরে বেরতে পারছেন না।ফলে চরম সংকটে পড়তে হচ্ছে অসহায় পরিবারগুলিকে।তাদের সাহায্য করতেই রাজ্য সরকারের পক্ষ থেকে ডব্লিউবিসিএডিসি এর মাধ্যমে ‘দুয়ারে খাবার’ পৌঁছে দেওয়ার কর্মসুচি গ্রহণ করা হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *