শিলিগুড়ি,৮ মেঃ করোনা পরিস্থিতিতে নয়া উদ্যোগ গ্রহণ শিলিগুড়ি ইসকন মন্দির কমিটির।যেসব পরিবারে একাধিক সদস্য করোনা আক্রান্ত হচ্ছেন তাদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করবে ইসকন মন্দির কমিটি।আজ থেকেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানা গিয়েছে।আজ শহরের প্রায় ৫০টি পরিবারের খাবারের ব্যবস্থা করা হয়।
ইসকনের জনসংযোগ আধিকারি নামকৃষ্ণ দাস বলেন, প্রতিদিন শহরের একাধিক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।একই পরিবারের দুই থেকে তিনজন সদস্য একসঙ্গে সংক্রমিত হওয়ায় খাবারের সমস্যা হচ্ছে।যে কারনে শিলিগুড়ি ইসকন মন্দির কমিটির তরফে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।যেসব পরিবারে একাধিক সদস্য সংক্রমিত হয়েছেন এবং যাদের খাবারের সমস্যা হচ্ছে সেইসব পরিবারের খাবারের ব্যবস্থা করবে ইসকন মন্দির কমিটি।