রাজগঞ্জ ১৮ মার্চঃ করোনা রুখতে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাইছে না প্রশাসন।বুধবার ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
তিনি বলেন, গত ৮ মার্চ থেকে আজ পর্যন্ত ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রায় আড়াই হাজার পর্যটক যাতায়াত করেছেন। তারা মূলত অন্য দেশ থেকে ভারতে ফিরে এসেছেন এবং এই দেশ থেকে নিজের দেশে ফিরে গিয়েছেন। তবে নতুন ভিসা নিয়ে যাতায়াত বন্ধ রয়েছে।
জেলাশাসকের নির্দেশে ফুলবাড়ি, চামুর্চি, চ্যাংড়াবান্ধা, জয়গা এবং পানিট্যাঙ্কি সীমান্তে কড়া নজরদারি চলছে।বিভিন্ন সীমান্তে ব্যবসায়িক প্রয়োজনে বা বিভিন্ন কারণে যারা এখানে রয়েছেন তাদেরকে অবিলম্বে নিজের দেশে ফিরে যাওয়ার কথা বলেন।
করোনা মোকাবিলায় সর্বস্তরের মানুষের সহযোগিতার আহ্বান করেছেন মন্ত্রী। এছাড়াও শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি সহ কয়েকটি স্থানে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হবে।