জলপাইগুড়ি, ৫ জুনঃ করোনা আক্রান্ত জলপাইগুড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক স্বাস্থ্য কর্মী।প্রশাসনিক সূত্রে এমনটাই জানা গিয়েছে।এদিকে বিষয়টি জানার পরই তড়িঘড়ি জরুরী বৈঠক করলেন জলপাইগুড়ি পৌরসভা ও জেলা প্রশাসনের আধিকারিকেরা।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার এসডিও রঞ্জন কুমার দাস, এসজেডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, পৌরসভার প্রশাসক পাপিয়া পাল, পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো, সৈকত চ্যাটার্জি।
প্রশাসক পাপিয়া পাল বলেন, জলপাইগুড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক স্বাস্থ্য কর্মীর করোনা সংক্রমনের খবর আমরা পেয়েছি।আমরা ওই এলাকা স্যানিটাইজ করেছি।সংক্রমিত এলাকার বিভিন্ন রাস্তা ঘিরে দেওয়া হবে।
এদিকে এসডিও রঞ্জন কুমার দাস বলেন, ওই স্বাস্থ্য কর্মী শিলিগুড়ির কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন।বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছিলেন বলে জানা গিয়েছে। আমরা ওই এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষনা করেছি।