জলপাইগুড়ি, ১৫ আগস্টঃ আজ বনদপ্তরের বনমহোৎসবের শেষ দিন।অন্যদিকে স্বাধীনতা দিবস।আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা বনদপ্তর।
শনিবার জলপাইগুড়ি তিস্তা উদ্যানে বনদপ্তরের তরফে একটি অনুষ্ঠানের মাধ্যেমে জেলার করোনা জয়ী ও যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হল। এছাড়াও জেলায় করোনা আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের স্মরণে বৃক্ষরোপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী, বিভাগীয় বনাধিকারিক মৃদুল কুমার, অঞ্জন গুহ সহ অন্যান্য বনাধিকারিকরা।
জলপাইগুড়ি জেলাশাসক অভিষেক তিওয়ারি বলেন, আমরা করোনা যোদ্ধাদের সামনে রেখে এই মহামারীর সাথে লড়াই করে চলেছি। সেকারনেই এই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
জলপাইগুড়ি জেলার উদ্যান ও কানন বিভাগের বিভাগীয় বনাধিকারিক অঞ্জন গুহ বলেন, জেলার সমস্ত করোনা যোদ্ধাদের এই অনুষ্ঠানে নিয়ে আসা সম্ভব হয়নি,তবে তাদের প্রতিনিধিদের নিয়ে এসে করোনা যোদ্ধাদের মনবল বাড়াতেই আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান।